4:33 pm, Thursday, 2 October 2025

কাতারে হামলা হলে পাল্টা হামলা চালাবে যুক্তরাষ্ট্র

কাতারে হামলা হলে পাল্টা হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গত মাসে ইসরায়েলের বোমা হামলার পর কাতারের ওপর যদি আবারো কোনো আক্রমণ ঘটে, তাহলে যুক্তরাষ্ট্র প্রতিশোধমূলক সামরিক পদক্ষেপ নেবে। এমন এক নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (১ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, এই আদেশে কাতারে আক্রমণকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ট্রাম্পের এই আদেশে বলা হয়েছে, “বিদেশি আগ্রাসনের কারণে কাতারের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা যুক্তরাষ্ট্রের নীতি।” আদেশে উল্লেখ আছে, কাতারের ভূখণ্ড, সার্বভৌমত্ব বা গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর যেকোনো সশস্ত্র আক্রমণকে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হিসেবে গণ্য করা হবে এবং প্রয়োজনে কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিক পদক্ষেপ নেওয়া হবে।

আদেশে যুদ্ধমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় গোয়েন্দা পরিচালকের সমন্বয়ে কাতারের সঙ্গে যৌথ পরিকল্পনা রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত মাসে ইসরায়েল কাতারের রাজধানী দোহায় হামলা চালায়, যা হামাসের নেতৃত্বকে লক্ষ্য করে বলে দাবি করে। হামলায় কয়েকজন ফিলিস্তিনি প্রতিনিধি ও কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। তখন কাতার গাজার জন্য যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনার মধ্যে ছিল।

ঘটনার পর গত সোমবার হোয়াইট হাউস থেকে ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যৌথ ফোনকলে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির কাছে ক্ষমা চেয়েছেন।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

Popular Post

কাতারে হামলা হলে পাল্টা হামলা চালাবে যুক্তরাষ্ট্র

Update Time : 12:08:41 pm, Thursday, 2 October 2025

গত মাসে ইসরায়েলের বোমা হামলার পর কাতারের ওপর যদি আবারো কোনো আক্রমণ ঘটে, তাহলে যুক্তরাষ্ট্র প্রতিশোধমূলক সামরিক পদক্ষেপ নেবে। এমন এক নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (১ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, এই আদেশে কাতারে আক্রমণকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ট্রাম্পের এই আদেশে বলা হয়েছে, “বিদেশি আগ্রাসনের কারণে কাতারের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা যুক্তরাষ্ট্রের নীতি।” আদেশে উল্লেখ আছে, কাতারের ভূখণ্ড, সার্বভৌমত্ব বা গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর যেকোনো সশস্ত্র আক্রমণকে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হিসেবে গণ্য করা হবে এবং প্রয়োজনে কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিক পদক্ষেপ নেওয়া হবে।

আদেশে যুদ্ধমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় গোয়েন্দা পরিচালকের সমন্বয়ে কাতারের সঙ্গে যৌথ পরিকল্পনা রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত মাসে ইসরায়েল কাতারের রাজধানী দোহায় হামলা চালায়, যা হামাসের নেতৃত্বকে লক্ষ্য করে বলে দাবি করে। হামলায় কয়েকজন ফিলিস্তিনি প্রতিনিধি ও কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। তখন কাতার গাজার জন্য যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনার মধ্যে ছিল।

ঘটনার পর গত সোমবার হোয়াইট হাউস থেকে ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যৌথ ফোনকলে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির কাছে ক্ষমা চেয়েছেন।