5:38 pm, Thursday, 2 October 2025

‘শেষ সেকেন্ড পর্যন্ত হার মানবো না’, ফ্লোটিলা থেকে ফ্রান্সের রাজনীতিবিদ

‘শেষ সেকেন্ড পর্যন্ত হার মানবো না’, ফ্লোটিলা থেকে ফ্রান্সের রাজনীতিবিদ। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গাজায় চলমান ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ফ্রান্সের রাজনীতিক রিমা হাসান।

‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ মিশনে অংশ নিয়ে তিনি বলেন, “স্বাধীনতা অর্জনের শেষ সেকেন্ড পর্যন্ত হার মানব না।”

বৃহস্পতিবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে রিমা বিশ্ব অর্থনীতিকে অচল করে দেওয়ার মতো আন্দোলনের ডাক দেন। ফিলিস্তিনে গণহত্যা বন্ধে তিনি বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

ফিলিস্তিনের পতাকা হাতে একটি ভিডিও বার্তায় রিমা জানান, গাজা উপত্যকার কাছাকাছি পৌঁছানোর পর ইসরাইলি বাহিনীর হামলার শিকার হয়ে তাদের জাহাজটি জব্দ করা হয়। ফ্লোটিলা মিশনের মাধ্যমে তিনি গাজায় মানবিক ত্রাণ পৌঁছাতে এবং আগ্রাসন বন্ধের জন্য আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতে চান।

‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ হলো গাজায় ত্রাণ পাঠাতে সমুদ্রপথে গঠিত একটি আন্তর্জাতিক মানবিক প্রচেষ্টা। এতে ৪০টিরও বেশি বেসামরিক নৌযান ও ৪৪টি দেশের প্রায় ৫০০ জন অধিকারকর্মী, চিকিৎসক, সাংবাদিক, রাজনীতিবিদ ও সমাজকর্মী অংশ নিয়েছেন।

এই বহরের প্রথম অংশ গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। এরপর সেপ্টেম্বরের মাঝামাঝি তিউনিসিয়া, ইতালির সিসিলি দ্বীপ এবং গ্রিসের সাইরাস দ্বীপ থেকেও বহু নৌযান এতে যুক্ত হয়।

ইসরাইল শুরু থেকেই দাবি করে আসছে যে, এই ফ্লোটিলার সঙ্গে হামাসের সম্পর্ক রয়েছে। তবে তারা এ অভিযোগের পক্ষে কোনো ধরনের প্রমাণ দেখাতে পারেনি।

পরিকল্পনা অনুযায়ী যাত্রাপথে কোনো বাধা না পেলে বহরটির বৃহস্পতিবার সকালে গাজায় পৌঁছানোর কথা ছিল।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

Popular Post

‘শেষ সেকেন্ড পর্যন্ত হার মানবো না’, ফ্লোটিলা থেকে ফ্রান্সের রাজনীতিবিদ

Update Time : 11:56:24 am, Thursday, 2 October 2025

গাজায় চলমান ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ফ্রান্সের রাজনীতিক রিমা হাসান।

‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ মিশনে অংশ নিয়ে তিনি বলেন, “স্বাধীনতা অর্জনের শেষ সেকেন্ড পর্যন্ত হার মানব না।”

বৃহস্পতিবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে রিমা বিশ্ব অর্থনীতিকে অচল করে দেওয়ার মতো আন্দোলনের ডাক দেন। ফিলিস্তিনে গণহত্যা বন্ধে তিনি বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

ফিলিস্তিনের পতাকা হাতে একটি ভিডিও বার্তায় রিমা জানান, গাজা উপত্যকার কাছাকাছি পৌঁছানোর পর ইসরাইলি বাহিনীর হামলার শিকার হয়ে তাদের জাহাজটি জব্দ করা হয়। ফ্লোটিলা মিশনের মাধ্যমে তিনি গাজায় মানবিক ত্রাণ পৌঁছাতে এবং আগ্রাসন বন্ধের জন্য আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতে চান।

‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ হলো গাজায় ত্রাণ পাঠাতে সমুদ্রপথে গঠিত একটি আন্তর্জাতিক মানবিক প্রচেষ্টা। এতে ৪০টিরও বেশি বেসামরিক নৌযান ও ৪৪টি দেশের প্রায় ৫০০ জন অধিকারকর্মী, চিকিৎসক, সাংবাদিক, রাজনীতিবিদ ও সমাজকর্মী অংশ নিয়েছেন।

এই বহরের প্রথম অংশ গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। এরপর সেপ্টেম্বরের মাঝামাঝি তিউনিসিয়া, ইতালির সিসিলি দ্বীপ এবং গ্রিসের সাইরাস দ্বীপ থেকেও বহু নৌযান এতে যুক্ত হয়।

ইসরাইল শুরু থেকেই দাবি করে আসছে যে, এই ফ্লোটিলার সঙ্গে হামাসের সম্পর্ক রয়েছে। তবে তারা এ অভিযোগের পক্ষে কোনো ধরনের প্রমাণ দেখাতে পারেনি।

পরিকল্পনা অনুযায়ী যাত্রাপথে কোনো বাধা না পেলে বহরটির বৃহস্পতিবার সকালে গাজায় পৌঁছানোর কথা ছিল।