5:38 pm, Thursday, 2 October 2025

চমক রেখে ব্রাজিলের দল ঘোষণা, বাদ পড়লেন একঝাঁক তারকা

চমক রেখে ব্রাজিলের দল ঘোষণা, বাদ পড়লেন একঝাঁক তারকা। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আসন্ন প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল দল। তবে এবারের স্কোয়াডে জায়গা পাননি নেইমার জুনিয়রসহ বেশ কয়েকজন অভিজ্ঞ তারকা, যা ফুটবলপ্রেমীদের মাঝে সৃষ্টি করেছে মিশ্র প্রতিক্রিয়া।

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে প্রাথমিক প্রস্তুতি হিসেবে চলতি মাসে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে খেলবে সেলেসাওরা। বুধবার (১ অক্টোবর) রিও ডি জেনেইরোতে এক সংবাদ সম্মেলনে ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন কোচ কার্লো আনচেলত্তি।

দলে ফিরেছেন ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো, তবে ইনজুরির কারণে আবারও বাদ পড়েছেন নেইমার। গত বছর অক্টোবরে জাতীয় দল থেকে ছিটকে পড়ার পর এখনো ফিরতে পারেননি এই তারকা ফরোয়ার্ড। সাম্প্রতিক সময়ে ক্লাব ফুটবলে মাঠে নামলেও চোট তাকে বারবার পেছনে টেনে ধরেছে। বর্তমানে তিনি বাঁ পায়ের ঊরুর চোটে ভুগছেন।

শুধু নেইমার নন, ইনজুরির কারণেই দল থেকে বাদ পড়েছেন অ্যালিসন বেকার, রাফায়েল রাফিনিয়া, ও মার্কিনিয়োস। এ ছাড়া আন্দ্রে সান্তোস এবং আলেসান্দ্রো রিবেইরো-কেও রাখা হয়নি আনচেলত্তির ঘোষিত স্কোয়াডে।

আগামী ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়া এবং ১৪ অক্টোবর টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল।

প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড

গোলরক্ষক : এডারসন, বেন্তো, হুগো সোসা।

ডিফেন্ডার : কাইয়ো হেনরিক, কার্লোস আগুস্তো, ডগলাস সান্তোস, এডার মিলিটাও, ফ্যাব্রিসিও ব্রুনো, গাব্রিয়েল মাগালায়েস, বেরাল্দো, ভ্যান্ডারসন ও ওয়েসলি।

মিডফিল্ডার : আন্দ্রে, ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, জোয়েলিন্টন, জোয়াও গোমেস ও লুকাস পাকেতা।

ফরোয়ার্ড : এস্তেভাও উইলিয়ান, গাব্রিয়েল মার্টিনেল্লি, ইগোর জেসুস, লুইস হেনরিক, মাথিউস কুনহা, রিসার্লিসন, রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়র।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

Popular Post

চমক রেখে ব্রাজিলের দল ঘোষণা, বাদ পড়লেন একঝাঁক তারকা

Update Time : 11:38:30 am, Thursday, 2 October 2025

আসন্ন প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল দল। তবে এবারের স্কোয়াডে জায়গা পাননি নেইমার জুনিয়রসহ বেশ কয়েকজন অভিজ্ঞ তারকা, যা ফুটবলপ্রেমীদের মাঝে সৃষ্টি করেছে মিশ্র প্রতিক্রিয়া।

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে প্রাথমিক প্রস্তুতি হিসেবে চলতি মাসে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে খেলবে সেলেসাওরা। বুধবার (১ অক্টোবর) রিও ডি জেনেইরোতে এক সংবাদ সম্মেলনে ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন কোচ কার্লো আনচেলত্তি।

দলে ফিরেছেন ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো, তবে ইনজুরির কারণে আবারও বাদ পড়েছেন নেইমার। গত বছর অক্টোবরে জাতীয় দল থেকে ছিটকে পড়ার পর এখনো ফিরতে পারেননি এই তারকা ফরোয়ার্ড। সাম্প্রতিক সময়ে ক্লাব ফুটবলে মাঠে নামলেও চোট তাকে বারবার পেছনে টেনে ধরেছে। বর্তমানে তিনি বাঁ পায়ের ঊরুর চোটে ভুগছেন।

শুধু নেইমার নন, ইনজুরির কারণেই দল থেকে বাদ পড়েছেন অ্যালিসন বেকার, রাফায়েল রাফিনিয়া, ও মার্কিনিয়োস। এ ছাড়া আন্দ্রে সান্তোস এবং আলেসান্দ্রো রিবেইরো-কেও রাখা হয়নি আনচেলত্তির ঘোষিত স্কোয়াডে।

আগামী ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়া এবং ১৪ অক্টোবর টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল।

প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড

গোলরক্ষক : এডারসন, বেন্তো, হুগো সোসা।

ডিফেন্ডার : কাইয়ো হেনরিক, কার্লোস আগুস্তো, ডগলাস সান্তোস, এডার মিলিটাও, ফ্যাব্রিসিও ব্রুনো, গাব্রিয়েল মাগালায়েস, বেরাল্দো, ভ্যান্ডারসন ও ওয়েসলি।

মিডফিল্ডার : আন্দ্রে, ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, জোয়েলিন্টন, জোয়াও গোমেস ও লুকাস পাকেতা।

ফরোয়ার্ড : এস্তেভাও উইলিয়ান, গাব্রিয়েল মার্টিনেল্লি, ইগোর জেসুস, লুইস হেনরিক, মাথিউস কুনহা, রিসার্লিসন, রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়র।