আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার শেষ দিন — বিজয়া দশমী। দেবী দুর্গার বিদায়ের মধ্য দিয়ে শেষ হচ্ছে পাঁচদিনব্যাপী এই বর্ণিল উৎসব।
দিনটি শুরু হবে সকালে দশমী বিহিত পূজার মধ্য দিয়ে। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজা শুরু হবে সকাল ৯টা ৫৭ মিনিটে। পূজার আনুষ্ঠানিকতা শেষে দর্পণ বিসর্জনের মাধ্যমে দেবীকে বিদায় জানানো হবে।
দুপুর ১২টায় ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে আয়োজিত হবে স্বেচ্ছা রক্তদান কর্মসূচি— যা বিজয়া দশমীতে প্রতিবছরের মতো এবারও আয়োজন করেছে সনাতন ধর্মাবলম্বী সংগঠনগুলো।
বিকেল ৩টা থেকে ঢাকায় শুরু হবে বিজয়ার শোভাযাত্রা। এর আগে রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপ থেকে প্রতিমা এনে ঢাকেশ্বরী মন্দিরে জমায়েত করা হবে। এরপর সেখান থেকে সম্মিলিত শোভাযাত্রা সহকারে প্রতিমাগুলো নেয়া হবে বুড়িগঙ্গার ওয়াইজঘাট বিসর্জন ঘাটে, যেখানে সন্ধ্যার মধ্যে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এবারের দুর্গোৎসবের।
চলতি বছর দেবী দুর্গা গজে (হাতি) আগমন করেছিলেন— যা শান্তির বার্তা বহন করে। আর গমন হচ্ছে দোলায় (পালকি), যার অর্থ ধীরে ধীরে বিদায়।
বিজয়া দশমীর আরেকটি রঙিন অংশ হলো সিঁদুরখেলা। পূজা ও দর্পণ বিসর্জনের পর বিবাহিত নারীরা দেবীর চরণে সিঁদুর অর্পণ করে তা ধারণ করেন এবং একে অপরকে সিঁদুর পরিয়ে দেন। ঢাকার সিদ্ধেশ্বরী মন্দির, বনানী মণ্ডপ ও ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউট মণ্ডপে এই ঐতিহ্যবাহী আয়োজন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।