গাজা অভিমুখী মানবিক সহায়তা মিশনে অংশ নেওয়া দুই কলম্বিয়ান নাগরিককে আটক করার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। এর জেরে তিনি কলম্বিয়ায় অবস্থানরত ইসরায়েলি কূটনীতিকদের দেশত্যাগের নির্দেশ দিয়েছেন এবং অবশিষ্ট কূটনৈতিক সম্পর্ক সম্পূর্ণরূপে ছিন্ন করেছেন।
বুধবার (২ অক্টোবর) রাতে দেওয়া এক ঘোষণায় পেত্রো বলেন, “ইসরায়েলের সঙ্গে আর কোনো কূটনৈতিক সম্পর্ক রাখার অবকাশ নেই। কলম্বিয়ার মাটিতে অবস্থান করা সকল ইসরায়েলি কূটনীতিককে অবিলম্বে দেশ ছাড়তে হবে।”
গাজায় জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দিতে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের একটি নৌবহরের ওপর হামলা চালায় ইসরায়েলি নৌবাহিনী। এতে কলম্বিয়ার দুই নাগরিক মানুয়েলা বেদোয়া ও লুনা বারেতো আটক হন। প্রায় ৪৫টি ছোট-বড় জাহাজের এ বহরটি গাজার উদ্দেশে যাত্রা করেছিল।
‘গ্লোবাল মুভমেন্ট টু গাজা’র দেওয়া তথ্য অনুযায়ী, ইসরায়েলি বাহিনী সমুদ্রের আন্তর্জাতিক জলসীমায় অভিযান চালিয়ে নারী সদস্যদের অবৈধভাবে আটক করে। এতে বেশ কয়েকটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয় বা জব্দ হয়, যা আন্তর্জাতিক আইন ও জেনেভা চুক্তির লঙ্ঘন বলেই মনে করছে সংগঠনটি।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট পেত্রো বলেন, “যদি এসব তথ্য সত্য হয়, তবে এটি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আরেকটি আন্তর্জাতিক অপরাধ হিসেবে বিবেচিত হবে।”
তিনি আরও জানান, ইসরায়েলের সঙ্গে করা মুক্ত বাণিজ্য চুক্তিও বাতিল ঘোষণা করা হয়েছে। এর আগে, চলতি বছরের মে মাসে কলম্বিয়া আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।
অন্যদিকে, ইসরায়েলের দাবি, ফ্লোটিলা একটি যুদ্ধক্ষেত্রের দিকে যাচ্ছিল এবং একটি বৈধ নৌ অবরোধ লঙ্ঘন করেছিল। তাদের পক্ষ থেকে জাহাজগুলোকে আশদোদ বন্দরে যেতে এবং মানবিক সহায়তা যথাযথ চ্যানেলের মাধ্যমে পাঠাতে বলা হয়েছিল।