ফিলিপাইনের মধ্যাঞ্চলে ৬.৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে বোগো শহরে, যেখানে ১৯ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ১১৯ জন।
মঙ্গলবার স্থানীয় সময় রাত ১০টার কিছু আগে সেবু সিটির উপকূলে এই ভূমিকম্প আঘাত হানে। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, ধসে পড়ে বহু ভবন ও স্থাপনা। পরিস্থিতি মোকাবিলায় সেবু, সান রেমিজিওসহ একাধিক শহরে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় প্রশাসন।
ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে সুনামি সতর্কতা জারি করলেও পরে তা প্রত্যাহার করা হয়। ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানায়, সমুদ্রপৃষ্ঠে অস্বাভাবিক কিছু পরিবর্তন দেখা গেলেও তা বিপজ্জনক নয়।
সেবু শহর অবস্থিত ভিসায়াস অঞ্চলে, যার জনসংখ্যা প্রায় ১০ লাখ। ভূমিকম্পের পর সেখানে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
বোগো শহরের পাশাপাশি সান রেমিজিও পৌরসভাতেও মৃত্যুর ঘটনা ঘটেছে। শহরের একটি ক্রীড়াঙ্গনে বাস্কেটবল খেলার সময় ভবনের ছাদ ধসে পড়ে, এতে একজন নিহত এবং প্রায় ২০ জন আহত হন। সেখানে এখনও উদ্ধার কার্যক্রম চলছে।
দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সারা দেশে মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে পৌঁছেছে। এছাড়া ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে দানবান্তায়ান, যেখানে টেলিযোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। অনেক জায়গায় ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধারে অভিযান চলছে।
প্রসঙ্গত, ফিলিপাইন প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় দেশটি প্রায়ই ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঝুঁকিতে থাকে।