বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আলোচিত এ ক্রিকেটার আজ (বুধবার) আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন বলে নিশ্চিত করেছেন বিসিবির একজন পরিচালক পদপ্রার্থী।
বিসিবি পরিচালক পদে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল আজ দুপুর ১২টা পর্যন্ত। এর আগেই তামিম মিরপুরে বিসিবি কার্যালয়ে উপস্থিত হন, যেখানে তার প্রার্থিতা প্রত্যাহারের জোর গুঞ্জন চলছিল। শেষ পর্যন্ত সেই গুঞ্জন সত্যি হয়েছে।
তবে দুপুর পর্যন্ত নিজের সিদ্ধান্ত সম্পর্কে সরাসরি কোনো মন্তব্য করেননি তামিম। যদিও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরেই তিনি অসন্তোষ প্রকাশ করে আসছিলেন।
তামিমের পাশাপাশি এদিন আরও কয়েকজন প্রভাবশালী প্রার্থীও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম এবং রফিকুল ইসলাম বাবু।
প্রসঙ্গত, আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, নির্বাচন তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়—জেলা ও বিভাগ, ক্লাব এবং বিভিন্ন সংস্থা ও বিশ্ববিদ্যালয়।
জেলা ও বিভাগীয় পর্যায় থেকে ১০ জন, ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন এবং সংস্থা ও বিশ্ববিদ্যালয় ক্যাটাগরি থেকে ১ জন পরিচালক নির্বাচিত হবেন। নির্বাচিত ২৫ পরিচালক পরবর্তীতে বিসিবি সভাপতি নির্বাচনের জন্য ভোট প্রদান করবেন।