4:19 pm, Thursday, 9 October 2025

‘আগামী নির্বাচনে দেশের মানুষ দুই ভাগে বিভক্ত হবে’

‘আগামী নির্বাচনে দেশের মানুষ দুই ভাগে বিভক্ত হবে’। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ ‘দুই ভাগে’ বিভক্ত হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তার ভাষ্যমতে, একটি পক্ষ থাকবে ইসলাম ও দেশের পক্ষে, আরেকটি পক্ষ হবে ‘ইসলামের বিপক্ষে ও ভারতের পক্ষে’।

সোমবার (২৯ সেপ্টেম্বর) পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, পিরোজপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে ফয়জুল করীম সংসদে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালুর দাবি জানিয়ে বলেন, “বিশ্বের ৯১টি দেশে এই পদ্ধতি চালু আছে, কোনো দেশই এটি বাতিল করেনি। বরং অনেক দেশই নতুন করে এই ব্যবস্থার দিকে ঝুঁকছে।”

তিনি দাবি করেন, পিআর পদ্ধতি চালু হলে দেশে একটি সুষম ও ভারসাম্যপূর্ণ সংসদ গঠিত হবে, যেখানে সকল মত ও দলের প্রতিনিধিত্ব থাকবে।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলতে গিয়ে ফয়জুল করীম বলেন, “বাংলাদেশের মানুষ আর ধর্ষক, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের ক্ষমতায় দেখতে চায় না। যারা জনগণের টাকা লুট করেছে, তাদের সময় শেষ।”

তিনি আরও বলেন, “দেশের মানুষ এবার সচেতন। তারা ইসলাম ও দেশবিরোধী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আগামী নির্বাচন হবে এই দুই শক্তির মুখোমুখি লড়াই।”

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

Popular Post

‘আগামী নির্বাচনে দেশের মানুষ দুই ভাগে বিভক্ত হবে’

Update Time : 10:23:51 am, Tuesday, 30 September 2025

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ ‘দুই ভাগে’ বিভক্ত হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তার ভাষ্যমতে, একটি পক্ষ থাকবে ইসলাম ও দেশের পক্ষে, আরেকটি পক্ষ হবে ‘ইসলামের বিপক্ষে ও ভারতের পক্ষে’।

সোমবার (২৯ সেপ্টেম্বর) পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, পিরোজপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে ফয়জুল করীম সংসদে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালুর দাবি জানিয়ে বলেন, “বিশ্বের ৯১টি দেশে এই পদ্ধতি চালু আছে, কোনো দেশই এটি বাতিল করেনি। বরং অনেক দেশই নতুন করে এই ব্যবস্থার দিকে ঝুঁকছে।”

তিনি দাবি করেন, পিআর পদ্ধতি চালু হলে দেশে একটি সুষম ও ভারসাম্যপূর্ণ সংসদ গঠিত হবে, যেখানে সকল মত ও দলের প্রতিনিধিত্ব থাকবে।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলতে গিয়ে ফয়জুল করীম বলেন, “বাংলাদেশের মানুষ আর ধর্ষক, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের ক্ষমতায় দেখতে চায় না। যারা জনগণের টাকা লুট করেছে, তাদের সময় শেষ।”

তিনি আরও বলেন, “দেশের মানুষ এবার সচেতন। তারা ইসলাম ও দেশবিরোধী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আগামী নির্বাচন হবে এই দুই শক্তির মুখোমুখি লড়াই।”