11:36 am, Thursday, 9 October 2025

কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় এক কাতারি নাগরিক নিহত হওয়ার ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এবং কাতারভিত্তিক আলজাজিরা জানায়, সোমবার (২৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের পর কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথভাবে ফোনে কথা বলেন নেতানিয়াহু ও ট্রাম্প। ওই ফোনালাপে নেতানিয়াহু কাতারে হামাসের লক্ষ্যবস্তুতে চালানো হামলায় কাতারি সেনা বদর আল-দোসারির মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন এবং ক্ষমা চান।

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, এই হামলা অনিচ্ছাকৃত ছিল এবং ভবিষ্যতে কাতারের ভূখণ্ডে এমন হামলা আর চালানো হবে না বলে নিশ্চয়তা দেন নেতানিয়াহু। তিনি স্বীকার করেন যে, জিম্মি বিষয়ক আলোচনার সময় হামাস নেতাদের লক্ষ্যবস্তু করতে গিয়ে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন হয়েছে, যা অনভিপ্রেত।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও নেতানিয়াহুর ক্ষমা চাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহু দোহায় হামলার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে কাতারের ভূখণ্ড লক্ষ্যবস্তু না করার প্রতিশ্রুতি দিয়েছেন।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর দোহায় একটি হামলা চালায় ইসরায়েল, যেখানে হামাসের নেতাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে হামাসের অন্তত পাঁচ সদস্য ও একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। হামাসের শীর্ষ নেতারা অবশ্য হামলা থেকে বেঁচে যান।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

Popular Post

কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

Update Time : 09:47:40 am, Tuesday, 30 September 2025

কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় এক কাতারি নাগরিক নিহত হওয়ার ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এবং কাতারভিত্তিক আলজাজিরা জানায়, সোমবার (২৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের পর কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথভাবে ফোনে কথা বলেন নেতানিয়াহু ও ট্রাম্প। ওই ফোনালাপে নেতানিয়াহু কাতারে হামাসের লক্ষ্যবস্তুতে চালানো হামলায় কাতারি সেনা বদর আল-দোসারির মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন এবং ক্ষমা চান।

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, এই হামলা অনিচ্ছাকৃত ছিল এবং ভবিষ্যতে কাতারের ভূখণ্ডে এমন হামলা আর চালানো হবে না বলে নিশ্চয়তা দেন নেতানিয়াহু। তিনি স্বীকার করেন যে, জিম্মি বিষয়ক আলোচনার সময় হামাস নেতাদের লক্ষ্যবস্তু করতে গিয়ে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন হয়েছে, যা অনভিপ্রেত।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও নেতানিয়াহুর ক্ষমা চাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহু দোহায় হামলার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে কাতারের ভূখণ্ড লক্ষ্যবস্তু না করার প্রতিশ্রুতি দিয়েছেন।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর দোহায় একটি হামলা চালায় ইসরায়েল, যেখানে হামাসের নেতাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে হামাসের অন্তত পাঁচ সদস্য ও একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। হামাসের শীর্ষ নেতারা অবশ্য হামলা থেকে বেঁচে যান।