ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ও বন্দিদের মুক্তি সংক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা প্রস্তাবকে গ্রহণ করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, এমনটি জানিয়েছে মার্কিন ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
আলজাজিরার প্রতিবেদন সূত্রে জানা যায়, ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী হামাস যদি সম্মত হয় তবে ৭২ ঘণ্টার মধ্যেই জীবিত ও মৃত — উভয় ধরনের জিম্মিকে মুক্তি দেওয়া হবে। বদলে হামাস গাজার ওপর নিয়ন্ত্রণ ছাড়বে এবং সেখানে একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন করা হবে যাতে অংশগ্রহণ করবে আমেরিকা, ইউরোপ ও আরব কিছু দেশ — যার তত্ত্বাবধানে থাকবেন ট্রাম্প, দাবি করা হয়েছে প্রতিবেদনে। ট্রাম্প আরও দাবি করেছেন, গাজার জনগণ তাদের নিজেদের ভূখণ্ডেই থাকবে; তাদের জোরপূর্বক অন্য কোনো দেশে পাঠানো হবে না।
প্রস্তাবে বলা হয়েছে গাজা ও হামাসকে সম্পূর্ণভাবে নিরস্ত্রকরণ করা হবে এবং এই কাজটিতে আরব দেশগুলোর সহায়তা থাকবে। এছাড়া হামাসের সুড়ঙ্গ ও অন্যান্য অবকাঠামো ধ্বংস করা হবে। গত মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় ৮টি মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠকে এই পরিকল্পনা নিয়ে আলোচনার সূত্রপাত হয়েছে বলে বলা হচ্ছে।
ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি আরব দেশগুলো হামাস ও গাজা নিরস্ত্র করতে ব্যর্থ হয় তাহলে ইসরায়েলই এ কাজ করবে এবং সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তাদের পূর্ণ সমর্থন দেবে।