11:05 am, Thursday, 9 October 2025

শান্তিপূর্ণ নির্বাচনে বাংলাদেশকে সহায়তা করবে যুক্তরাজ্য: সারাহ কুক

শান্তিপূর্ণ নির্বাচনে বাংলাদেশকে সহায়তা করবে যুক্তরাজ্য: সারাহ কুক। ছবি; সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য। সোমবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক।

ঘণ্টাব্যাপী এই বৈঠকের পর সারাহ কুক বলেন, “বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করে যুক্তরাজ্য। একটি শান্তিপূর্ণ নির্বাচনই আমাদের প্রত্যাশা। আমরা নির্বাচন কমিশনকে প্রশিক্ষণ, ভোটার সচেতনতা এবং পোলিং স্টাফদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা দিতে প্রস্তুত।”

তিনি আরও জানান, নির্বাচনে পোলিং এজেন্টদের প্রশিক্ষণসহ কারিগরি সহায়তার বিষয়েও তারা আগ্রহী। ফেব্রুয়ারিতে ঘোষিত প্রধান উপদেষ্টার নির্বাচনের রূপরেখাকে যুক্তরাজ্য স্বাগত জানিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সিইসির সঙ্গে তার আলোচনাকে ‘ফলপ্রসূ’ উল্লেখ করে ব্রিটিশ হাই কমিশনার বলেন, যুক্তরাজ্য চায় বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক।

এদিকে, নির্বাচন ভবনেই ইউরোপীয় ইউনিয়নের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের বৈঠক চলছে। নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও কূটনৈতিক তৎপরতা বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

Popular Post

শান্তিপূর্ণ নির্বাচনে বাংলাদেশকে সহায়তা করবে যুক্তরাজ্য: সারাহ কুক

Update Time : 01:29:08 pm, Monday, 29 September 2025

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য। সোমবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক।

ঘণ্টাব্যাপী এই বৈঠকের পর সারাহ কুক বলেন, “বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করে যুক্তরাজ্য। একটি শান্তিপূর্ণ নির্বাচনই আমাদের প্রত্যাশা। আমরা নির্বাচন কমিশনকে প্রশিক্ষণ, ভোটার সচেতনতা এবং পোলিং স্টাফদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা দিতে প্রস্তুত।”

তিনি আরও জানান, নির্বাচনে পোলিং এজেন্টদের প্রশিক্ষণসহ কারিগরি সহায়তার বিষয়েও তারা আগ্রহী। ফেব্রুয়ারিতে ঘোষিত প্রধান উপদেষ্টার নির্বাচনের রূপরেখাকে যুক্তরাজ্য স্বাগত জানিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সিইসির সঙ্গে তার আলোচনাকে ‘ফলপ্রসূ’ উল্লেখ করে ব্রিটিশ হাই কমিশনার বলেন, যুক্তরাজ্য চায় বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক।

এদিকে, নির্বাচন ভবনেই ইউরোপীয় ইউনিয়নের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের বৈঠক চলছে। নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও কূটনৈতিক তৎপরতা বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।