9:02 am, Thursday, 9 October 2025

আবারও লজ্জাজনক পরাজয় পাকিস্তানের, এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

আবারও লজ্জাজনক পরাজয় পাকিস্তানের, এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

শেষ ওভারে টানটান উত্তেজনা, মাঠজুড়ে রুদ্ধশ্বাস উত্তাপ—সবকিছুকে ছাপিয়ে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে নবমবারের মতো এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নিল ভারত।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ১৭তম এশিয়া কাপের ফাইনালে প্রথমবার মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। তবে প্রথমবারেই ট্রফি ছুঁয়ে দেখা হলো না সালমান আলি আগার দলের। টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেও ১৪৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে ২ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় রোহিত শর্মার দল।

পাকিস্তানের হয়ে শাহিবজাদা ফারহান (৫৭) ও ফখর জামান (৪৬) উদ্বোধনী জুটিতে ৮৪ রান তুলে চাপে ফেলে দিয়েছিলেন ভারতকে। কিন্তু এক পর্যায়ে ব্যাটিং ধস নামে পাকিস্তানের। শেষ ২০ রানে তারা হারায় ৭ উইকেট।

ভারতের হয়ে কুলদীপ যাদব ৪টি, বুমরাহ, বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল ২টি করে উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে ভারতও ব্যাটিং বিপর্যয়ে পড়ে। অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব ও শুভমান গিলের উইকেট হারিয়ে একপর্যায়ে ২০ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা।

তবে পরিস্থিতি সামাল দেন তিলক ভার্মা ও সঞ্জু স্যামসন। যদিও স্যামসন ২৪ রান করে আউট হন, তবে তিলক ৫৩ বলে ৬৯ রানের দারুণ ইনিংস খেলেন। শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ১০ রান, যা তিলক চার ও ছক্কায় মাত্র ৪ বলেই তুলে নেন।

শিভাম দুবে ২২ বলে ৩৩ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। পাকিস্তানের হয়ে ফাহিম আশরাফ ৩টি, শাহিন আফ্রিদি ও হারিস রউফ ১টি করে উইকেট নেন।

এই জয়ে পাকিস্তানের বিপক্ষে টানা নবম জয় তুলে নিল ভারত। সবশেষ পাকিস্তান ভারতের বিরুদ্ধে জয় পেয়েছিল ২০২২ সালের সেপ্টেম্বরে।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

Popular Post

আবারও লজ্জাজনক পরাজয় পাকিস্তানের, এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

Update Time : 01:00:38 pm, Monday, 29 September 2025

শেষ ওভারে টানটান উত্তেজনা, মাঠজুড়ে রুদ্ধশ্বাস উত্তাপ—সবকিছুকে ছাপিয়ে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে নবমবারের মতো এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নিল ভারত।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ১৭তম এশিয়া কাপের ফাইনালে প্রথমবার মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। তবে প্রথমবারেই ট্রফি ছুঁয়ে দেখা হলো না সালমান আলি আগার দলের। টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেও ১৪৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে ২ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় রোহিত শর্মার দল।

পাকিস্তানের হয়ে শাহিবজাদা ফারহান (৫৭) ও ফখর জামান (৪৬) উদ্বোধনী জুটিতে ৮৪ রান তুলে চাপে ফেলে দিয়েছিলেন ভারতকে। কিন্তু এক পর্যায়ে ব্যাটিং ধস নামে পাকিস্তানের। শেষ ২০ রানে তারা হারায় ৭ উইকেট।

ভারতের হয়ে কুলদীপ যাদব ৪টি, বুমরাহ, বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল ২টি করে উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে ভারতও ব্যাটিং বিপর্যয়ে পড়ে। অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব ও শুভমান গিলের উইকেট হারিয়ে একপর্যায়ে ২০ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা।

তবে পরিস্থিতি সামাল দেন তিলক ভার্মা ও সঞ্জু স্যামসন। যদিও স্যামসন ২৪ রান করে আউট হন, তবে তিলক ৫৩ বলে ৬৯ রানের দারুণ ইনিংস খেলেন। শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ১০ রান, যা তিলক চার ও ছক্কায় মাত্র ৪ বলেই তুলে নেন।

শিভাম দুবে ২২ বলে ৩৩ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। পাকিস্তানের হয়ে ফাহিম আশরাফ ৩টি, শাহিন আফ্রিদি ও হারিস রউফ ১টি করে উইকেট নেন।

এই জয়ে পাকিস্তানের বিপক্ষে টানা নবম জয় তুলে নিল ভারত। সবশেষ পাকিস্তান ভারতের বিরুদ্ধে জয় পেয়েছিল ২০২২ সালের সেপ্টেম্বরে।