4:34 pm, Thursday, 9 October 2025

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মারা গেছেন

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মারা গেছেন। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রোববার (২৮ সেপ্টেম্বর) অসুস্থ হয়ে পড়ায় নূরুল মজিদকে কারাগার থেকে হাসপাতালে আনা হয় এবং আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর গুলশান এলাকা থেকে র‌্যাবের হাতে গ্রেপ্তার হন নূরুল মজিদ। নরসিংদীতে ছাত্র আন্দোলনের সময় সহিংসতা ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ১৯৮৬ সালে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮, ২০১৪, ২০১৯ ও ২০২৪ সালে আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত হন। ২০১৯ সালে তিনি প্রথমবার এবং ২০২৪ সালে দ্বিতীয়বার শিল্পমন্ত্রীর দায়িত্ব পান।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

Popular Post

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মারা গেছেন

Update Time : 12:38:31 pm, Monday, 29 September 2025

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রোববার (২৮ সেপ্টেম্বর) অসুস্থ হয়ে পড়ায় নূরুল মজিদকে কারাগার থেকে হাসপাতালে আনা হয় এবং আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর গুলশান এলাকা থেকে র‌্যাবের হাতে গ্রেপ্তার হন নূরুল মজিদ। নরসিংদীতে ছাত্র আন্দোলনের সময় সহিংসতা ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ১৯৮৬ সালে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮, ২০১৪, ২০১৯ ও ২০২৪ সালে আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত হন। ২০১৯ সালে তিনি প্রথমবার এবং ২০২৪ সালে দ্বিতীয়বার শিল্পমন্ত্রীর দায়িত্ব পান।