4:30 pm, Thursday, 9 October 2025

হাসিনার জন্মদিনে খিচুড়ি রান্নার সময় ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

হাসিনার জন্মদিনে খিচুড়ি রান্নার সময় ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের সময় গোপালগঞ্জের কাশিয়ানী থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় খিচুড়ি রান্নার সরঞ্জামও উদ্ধার করা হয়।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাট্টাইধোবা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ওই এলাকার মো. হাসান মোল্যা, সাগর মৃধা, মো. ইব্রাহিম ও সাফায়েতুল ইসলাম। তারা সবাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার বাট্টাইধোবা গ্রামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনে রান্নার আয়োজন এবং এ সময় তারা নাশকতারও পরিকল্পনা করছিল বলে আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি। পরে কাশিয়ানী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ৫ জন ছাত্রলীগ কর্মীকে আটক করে। পাঁচজনের মধ্যে ইসা ইসলাম শারীরিক অসুস্থ থাকায় তাকে বাবা-মায়ের জিম্মায় দেওয়া হয়। এছাড়া তাদের আটকের সময় খিচুড়ি রান্নার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

Popular Post

হাসিনার জন্মদিনে খিচুড়ি রান্নার সময় ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

Update Time : 07:06:37 pm, Sunday, 28 September 2025

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের সময় গোপালগঞ্জের কাশিয়ানী থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় খিচুড়ি রান্নার সরঞ্জামও উদ্ধার করা হয়।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাট্টাইধোবা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ওই এলাকার মো. হাসান মোল্যা, সাগর মৃধা, মো. ইব্রাহিম ও সাফায়েতুল ইসলাম। তারা সবাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার বাট্টাইধোবা গ্রামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনে রান্নার আয়োজন এবং এ সময় তারা নাশকতারও পরিকল্পনা করছিল বলে আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি। পরে কাশিয়ানী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ৫ জন ছাত্রলীগ কর্মীকে আটক করে। পাঁচজনের মধ্যে ইসা ইসলাম শারীরিক অসুস্থ থাকায় তাকে বাবা-মায়ের জিম্মায় দেওয়া হয়। এছাড়া তাদের আটকের সময় খিচুড়ি রান্নার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।