4:35 pm, Thursday, 9 October 2025

পূজামণ্ডপের নিরাপত্তায় ৭১ হাজার পুলিশ মোতায়েন

পূজামণ্ডপের নিরাপত্তায় ৭১ হাজার পুলিশ মোতায়েন। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

শারদীয় দুর্গাপূজায় দেশের পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে ৭১ হাজার ৬৬ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

রোববার (২৮ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এবার সারা দেশে প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন হচ্ছে। পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ, আনসার এবং পূজা উদযাপন কমিটির মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় করে প্রতিটি মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, চলতি মাসে কিছু এলাকায় বিচ্ছিন্ন কিছু ছোটখাট দুর্ঘটনা ঘটলেও তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এসব ঘটনা মূলত সাধারণ অপরাধ, ব্যক্তিগত দ্বন্দ্ব বা স্থানীয় বিরোধ থেকে সৃষ্ট হয়েছে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দেওয়া তথ্য অনুসারে, ২ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সংঘটিত নয়টি ঘটনার মধ্যে তিনটিতে জিডি এবং ছয়টিতে মামলা হয়েছে। এর মধ্যে ৬ জন আসামি গ্রেপ্তার এবং ৩ জন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তর জানায়, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রক্ষায় পুলিশ সর্বোচ্চ সচেতন ও প্রস্তুত রয়েছে।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

Popular Post

পূজামণ্ডপের নিরাপত্তায় ৭১ হাজার পুলিশ মোতায়েন

Update Time : 06:59:45 pm, Sunday, 28 September 2025

শারদীয় দুর্গাপূজায় দেশের পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে ৭১ হাজার ৬৬ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

রোববার (২৮ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এবার সারা দেশে প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন হচ্ছে। পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ, আনসার এবং পূজা উদযাপন কমিটির মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় করে প্রতিটি মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, চলতি মাসে কিছু এলাকায় বিচ্ছিন্ন কিছু ছোটখাট দুর্ঘটনা ঘটলেও তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এসব ঘটনা মূলত সাধারণ অপরাধ, ব্যক্তিগত দ্বন্দ্ব বা স্থানীয় বিরোধ থেকে সৃষ্ট হয়েছে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দেওয়া তথ্য অনুসারে, ২ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সংঘটিত নয়টি ঘটনার মধ্যে তিনটিতে জিডি এবং ছয়টিতে মামলা হয়েছে। এর মধ্যে ৬ জন আসামি গ্রেপ্তার এবং ৩ জন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তর জানায়, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রক্ষায় পুলিশ সর্বোচ্চ সচেতন ও প্রস্তুত রয়েছে।