1:30 pm, Thursday, 9 October 2025

ভারতে দুর্গাপূজার মণ্ডপে অসুর রূপে ডোনাল্ড ট্রাম্প!

ভারতে দুর্গাপূজার মণ্ডপে অসুর রূপে ডোনাল্ড ট্রাম্প!। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলায় এবারের দুর্গাপূজায় ব্যতিক্রমী এক থিম দেখা গেছে। বহরমপুরের খাগড়া শ্মশানঘাট দুর্গাপূজা কমিটি তাদের মণ্ডপে অসুর হিসেবে গড়ে তুলেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূর্তি। পূজামণ্ডপ উদ্বোধনের পরপরই এটি দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আলোড়ন তোলে।

পূজা আয়োজকদের ভাষ্য অনুযায়ী, ট্রাম্পের এই মূর্তি একেবারেই প্রতীকী। এটি মূলত ভারতের সাধারণ মানুষের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্টের প্রতি যে ‘বিশ্বাসঘাতকতার অনুভূতি’ তৈরি হয়েছে, তারই প্রকাশ। যদিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ট্রাম্পের মধ্যে একসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসনের আরোপিত অতিরিক্ত শুল্ক ও কূটনৈতিক টানাপোড়েন ভারতীয়দের মধ্যে ক্ষোভ তৈরি করে। সেই ক্ষোভ থেকেই তৈরি হয়েছে এই অসুরমূর্তি।

এই ব্যতিক্রমী মূর্তির নির্মাতা শিল্পী অসীম পাল। উদ্বোধন করেন বহরমপুর পৌরসভার মেয়র নারু গোপাল মুখার্জি। উদ্বোধনের পর থেকেই হাজার হাজার মানুষ ভিড় করছেন পূজামণ্ডপে। অনেকেই বলছেন, এই থিম দেখিয়ে দিয়েছে বৈশ্বিক রাজনীতি কীভাবে স্থানীয় শিল্প ও সংস্কৃতিতে প্রভাব ফেলে।

খাগড়া পূজা কমিটির সদস্য প্রতীক বলেন, “আমরা এই মূর্তিটি তৈরি করেছি ভারতের ওপর আরোপিত ৫০ শতাংশ শুল্কের প্রতিবাদে। মোদি ট্রাম্পকে বন্ধু ভাবলেও, শেষ পর্যন্ত তিনি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। সেই ক্ষোভ থেকেই আমরা তাকে অসুর রূপে মণ্ডপে তুলে ধরেছি।”

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পকে ভারতীয় সংস্কৃতিতে প্রতীকায়িত করার এটি প্রথম ঘটনা নয়। ২০১৮ সালে ভারতের তেলেঙ্গানায় এক কৃষক ট্রাম্পের উদ্দেশ্যে একটি মন্দিরও নির্মাণ করেছিলেন, দুই দেশের সৌহার্দ্য কামনায়।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

Popular Post

ভারতে দুর্গাপূজার মণ্ডপে অসুর রূপে ডোনাল্ড ট্রাম্প!

Update Time : 09:49:55 am, Sunday, 28 September 2025

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলায় এবারের দুর্গাপূজায় ব্যতিক্রমী এক থিম দেখা গেছে। বহরমপুরের খাগড়া শ্মশানঘাট দুর্গাপূজা কমিটি তাদের মণ্ডপে অসুর হিসেবে গড়ে তুলেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূর্তি। পূজামণ্ডপ উদ্বোধনের পরপরই এটি দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আলোড়ন তোলে।

পূজা আয়োজকদের ভাষ্য অনুযায়ী, ট্রাম্পের এই মূর্তি একেবারেই প্রতীকী। এটি মূলত ভারতের সাধারণ মানুষের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্টের প্রতি যে ‘বিশ্বাসঘাতকতার অনুভূতি’ তৈরি হয়েছে, তারই প্রকাশ। যদিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ট্রাম্পের মধ্যে একসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসনের আরোপিত অতিরিক্ত শুল্ক ও কূটনৈতিক টানাপোড়েন ভারতীয়দের মধ্যে ক্ষোভ তৈরি করে। সেই ক্ষোভ থেকেই তৈরি হয়েছে এই অসুরমূর্তি।

এই ব্যতিক্রমী মূর্তির নির্মাতা শিল্পী অসীম পাল। উদ্বোধন করেন বহরমপুর পৌরসভার মেয়র নারু গোপাল মুখার্জি। উদ্বোধনের পর থেকেই হাজার হাজার মানুষ ভিড় করছেন পূজামণ্ডপে। অনেকেই বলছেন, এই থিম দেখিয়ে দিয়েছে বৈশ্বিক রাজনীতি কীভাবে স্থানীয় শিল্প ও সংস্কৃতিতে প্রভাব ফেলে।

খাগড়া পূজা কমিটির সদস্য প্রতীক বলেন, “আমরা এই মূর্তিটি তৈরি করেছি ভারতের ওপর আরোপিত ৫০ শতাংশ শুল্কের প্রতিবাদে। মোদি ট্রাম্পকে বন্ধু ভাবলেও, শেষ পর্যন্ত তিনি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। সেই ক্ষোভ থেকেই আমরা তাকে অসুর রূপে মণ্ডপে তুলে ধরেছি।”

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পকে ভারতীয় সংস্কৃতিতে প্রতীকায়িত করার এটি প্রথম ঘটনা নয়। ২০১৮ সালে ভারতের তেলেঙ্গানায় এক কৃষক ট্রাম্পের উদ্দেশ্যে একটি মন্দিরও নির্মাণ করেছিলেন, দুই দেশের সৌহার্দ্য কামনায়।