ইরান শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি রোসাটমের সঙ্গে চারটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য ২৫ বিলিয়ন ডলারের একটি বিশাল চুক্তি স্বাক্ষর করেছে। মস্কোর অ্যাটম এক্সপো-২০২৫ প্রদর্শনীর সময় এই চুক্তি সই হয়।
রোসাটম এই প্রকল্পটিকে ‘কৌশলগত’ উল্লেখ করে জানিয়েছে, সিরিক অঞ্চলে ৫০০ হেক্টর জমিতে নতুন জেনারেশন ৩ প্রযুক্তির প্ল্যান্টগুলো তৈরি হবে, যা মোট ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, বিদেশি চাপের মধ্যেও তারা শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখবে।
এই চুক্তি backdrop-এ, ইউরোপীয় দেশগুলো ২০২৫ সালের ইরান পারমাণবিক চুক্তির ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া পুনরায় শুরু করেছে, যা তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করার উদ্যোগ। তবে মস্কো এই প্রক্রিয়াকে অবৈধ বলে অভিহিত করেছে।
বর্তমানে ইরান দক্ষিণাঞ্চলের বুশেহরে মাত্র একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু করেছে, যার ক্ষমতা ১ গিগাওয়াট। রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে মস্কো সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনা হামলার নিন্দাও জানিয়েছে।
ইসরায়েল ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের আশঙ্কা ব্যক্ত করলেও, তেহরান বরাবরই বলেছে তাদের লক্ষ্য শুধুমাত্র শান্তিপূর্ণ পারমাণবিক উন্নয়ন।