জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের সামনে ছাত্রলীগের এক নেতাকে মারধরের ঘটনায় বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ (এনওয়াইপিডি)। স্থানীয় সময় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।
আহত ছাত্রলীগ নেতা হৃদয় মিয়া যুক্তরাষ্ট্র শাখার সভাপতি পদপ্রার্থী হিসেবে পরিচিত। হামলার পর তাকে ম্যানহাটানের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর অভিযুক্ত রিয়াজ রহমান হোসাইন, যিনি যুক্তরাষ্ট্র বিএনপির কর্মী বলে পরিচয় পাওয়া গেছে, তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নিয়েছে।
ঘটনার বর্ণনায় হৃদয় মিয়া জানান, তারা জাতিসংঘ ভবনের সামনে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি শেষ করে বাসায় ফিরছিলেন। এ সময় হঠাৎ করে এক যুবক এসে তার ও আওয়ামী লীগের বিরুদ্ধে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। শান্ত থাকার অনুরোধ জানালেও ওই ব্যক্তি আরও উত্তেজিত হয়ে তাকে মাথা, ঘাড় ও মুখে একের পর এক ঘুষি মারতে থাকে।
তিনি বলেন, “আমি পড়ে যাই, পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং হামলাকারীকে গ্রেপ্তার করে।”
পুলিশ কর্মকর্তারা প্রাথমিকভাবে জানিয়েছে, রিয়াজ রহমানই প্রথমে আক্রমণ চালান। ঘটনাটি নিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তারা জানান।
এদিকে যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ হামলাকারী রিয়াজকে তাদের দলের একজন কর্মী হিসেবে স্বীকার করে বলেন, “আমি থানায় গিয়েছি, পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। আশা করছি, রিয়াজ দ্রুত জামিনে মুক্তি পাবে।”
তবে তিনি হামলার দায় স্বীকার না করে বরং ঘটনার পেছনে ‘প্ররোচনা’ ছিল বলে দাবি করেছেন। তার ভাষায়, “ওই ছাত্রলীগ নেতা কিছুদিন আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এয়ারপোর্টে গালিগালাজ করেছিল। হয়তো সেই ক্ষোভ থেকেই প্রতিক্রিয়ায় এই ঘটনা ঘটেছে।”










