এবারের দুর্গাপূজা উপলক্ষে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হচ্ছে দীর্ঘ ছুটি। শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর (রোববার) থেকে ৭ অক্টোবর (সোমবার) পর্যন্ত এসব প্রতিষ্ঠানে পূজার ছুটি চলবে।
এর আগে ২৬ ও ২৭ সেপ্টেম্বর শুক্র ও শনিবার হওয়ায় স্বাভাবিকভাবেই সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে যাচ্ছে। ফলে সরকারি হিসাবেই শিক্ষার্থীদের জন্য ১২ দিনের টানা ছুটি মিলছে।
তবে এই ছুটিকে আরও দীর্ঘ করতে চাইলে ৮ ও ৯ অক্টোবর—যা বুধ ও বৃহস্পতিবার—ব্যক্তিগতভাবে ছুটি নিলে, এরপরের ১০ ও ১১ অক্টোবরের শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ছুটি দাঁড়াবে ১৬ দিনে। অর্থাৎ, যারা অতিরিক্ত মাত্র দুই দিন ছুটি নিতে পারবেন, তারা ২৬ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত একটানা বিশ্রামের সুযোগ পাবেন।
সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। তবে এর আগে ২৬ ও ২৭ সেপ্টেম্বরও ছুটি হওয়ায় কার্যত তারাও ১২ দিনের ছুটিতে যাবে। এদিকে মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শুধুমাত্র ১ ও ২ অক্টোবর ছুটি থাকবে। ফলে তাদের ছুটির সুযোগ সীমিত।
অন্যদিকে সরকারি চাকরিজীবীরাও কম-বেশি একই সুবিধা পাবেন। ১ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি এবং ২ অক্টোবর বিজয়া দশমীর ছুটির সঙ্গে ৩ ও ৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে তাঁরা পাবেন টানা চারদিনের ছুটি। তবে যদি কেউ ৩০ সেপ্টেম্বর বা ৭ অক্টোবরের মতো অতিরিক্ত দিন ছুটি নিতে পারেন, তবে তার ছুটিও দীর্ঘ হতে পারে।