11:52 pm, Saturday, 27 September 2025

নির্বাচনে কারও পক্ষে বেআইনি নির্দেশনা দেব না: সিইসি

নির্বাচনে কারও পক্ষে বেআইনি নির্দেশনা দেব না: সিইসি। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কর্মকর্তাদের কোনো বেআইনি নির্দেশনা দেওয়া হবে না। নির্বাচন হবে আইন ও বিধির যথাযথ অনুসরণে, নিরপেক্ষ ও পেশাদারিত্বের ভিত্তিতে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মেলনটি আয়োজন করে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন।

সিইসি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “আমরা আপনাদের নির্দেশনা দেব, তবে সেটা কোনোভাবেই বেআইনি হবে না। কাউকে সুবিধা দিতে বা ফেভার করার জন্য নয়। সব নির্দেশনা হবে আইন ও বিধি অনুযায়ী।”

তিনি আরও বলেন, “আমরা নিশ্চিত করতে চাই, আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন। যারা নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত থাকবেন, সবার জন্য একই নীতিমালা প্রযোজ্য।”

সিইসি জানান, প্রধান উপদেষ্টা বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে বিভিন্ন রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক ও বক্তব্যে তিনি বারবার বলেছেন, ‘বাংলাদেশে একটি সুষ্ঠু ও ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হবে।’

সিইসি বলেন, “প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনের ওপর যে আস্থা রেখেছেন, তা আমাদের ধরে রাখতে হবে। আমরা প্রমাণ করব, আমরা পারি।”

তিনি আরও স্মরণ করিয়ে দেন, “গত বছরের ২ মার্চ, পবিত্র রমজানে আমি আপনাদের শপথ করিয়েছিলাম। তখন আপনারা ওয়াদা করেছিলেন, নিরপেক্ষভাবে এবং পেশাদারিত্বের সঙ্গে কাজ করবেন। সেই প্রতিশ্রুতিই এখন পালনের সময়।”

বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের চারজন কমিশনার ও ইসি সচিব।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

‘আই লাভ মুহাম্মদ’ স্লোগানে উত্তাল উত্তরপ্রদেশ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

নির্বাচনে কারও পক্ষে বেআইনি নির্দেশনা দেব না: সিইসি

Update Time : 09:28:51 pm, Saturday, 27 September 2025

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কর্মকর্তাদের কোনো বেআইনি নির্দেশনা দেওয়া হবে না। নির্বাচন হবে আইন ও বিধির যথাযথ অনুসরণে, নিরপেক্ষ ও পেশাদারিত্বের ভিত্তিতে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মেলনটি আয়োজন করে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন।

সিইসি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “আমরা আপনাদের নির্দেশনা দেব, তবে সেটা কোনোভাবেই বেআইনি হবে না। কাউকে সুবিধা দিতে বা ফেভার করার জন্য নয়। সব নির্দেশনা হবে আইন ও বিধি অনুযায়ী।”

তিনি আরও বলেন, “আমরা নিশ্চিত করতে চাই, আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন। যারা নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত থাকবেন, সবার জন্য একই নীতিমালা প্রযোজ্য।”

সিইসি জানান, প্রধান উপদেষ্টা বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে বিভিন্ন রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক ও বক্তব্যে তিনি বারবার বলেছেন, ‘বাংলাদেশে একটি সুষ্ঠু ও ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হবে।’

সিইসি বলেন, “প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনের ওপর যে আস্থা রেখেছেন, তা আমাদের ধরে রাখতে হবে। আমরা প্রমাণ করব, আমরা পারি।”

তিনি আরও স্মরণ করিয়ে দেন, “গত বছরের ২ মার্চ, পবিত্র রমজানে আমি আপনাদের শপথ করিয়েছিলাম। তখন আপনারা ওয়াদা করেছিলেন, নিরপেক্ষভাবে এবং পেশাদারিত্বের সঙ্গে কাজ করবেন। সেই প্রতিশ্রুতিই এখন পালনের সময়।”

বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের চারজন কমিশনার ও ইসি সচিব।