12:00 am, Sunday, 28 September 2025

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জন, যা বললেন খামেনি

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জন, যা বললেন খামেনি। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ বর্জনের ঘটনায় মুখ খুলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি বলেছেন, এই ঘটনাই প্রমাণ করে যে বিশ্বব্যাপী একঘরে হয়ে পড়েছে ইসরাইল।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দ্য টাইমস অব ইসরাইল প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

আয়াতুল্লাহ খামেনি বলেন, ‘আজ দুষ্ট জায়নিস্ট শাসনব্যবস্থাই পৃথিবীর সবচেয়ে ঘৃণিত ও নিঃসঙ্গ শাসনব্যবস্থা।’ তিনি আরও বলেন, নেতানিয়াহুর ভাষণের সময় বিশ্ব নেতাদের এই প্রতিক্রিয়া প্রমাণ করে, ইসরাইলের প্রতি বৈশ্বিক ঘৃণা কতটা গভীর।

জাতিসংঘের ওই অধিবেশনে নেতানিয়াহুর বক্তব্য শুরুর আগেই শতাধিক কূটনীতিক সভাকক্ষ ত্যাগ করেন। সেই সময়ের একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে খামেনি লিখেছেন, ‘শয়তান জায়নিস্ট রেজিম এখন পৃথিবীর সবচেয়ে ঘৃণিত ও বিচ্ছিন্ন শক্তি।’

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইসরাইলের সাম্প্রতিক হামলায় এখন পর্যন্ত গাজায় দুই লাখ ৩৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত, আহত বা নিখোঁজ হয়েছেন।

এছাড়া, ইসরাইলি সামরিক গোয়েন্দা বিভাগ থেকে ফাঁস হওয়া তথ্য বলছে, চলতি বছরের মে মাস পর্যন্ত গাজায় নিহতদের ৮০ শতাংশই ছিলেন সাধারণ মানুষ।

ইসরাইলের লাগাতার বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার প্রায় সব আবাসিক এলাকা, বিদ্যালয় ও হাসপাতাল। এই যুদ্ধের ফলে গাজার প্রায় পুরো জনসংখ্যা অন্তত একবার হলেও গৃহহীন হয়েছে।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

‘আই লাভ মুহাম্মদ’ স্লোগানে উত্তাল উত্তরপ্রদেশ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জন, যা বললেন খামেনি

Update Time : 09:15:12 pm, Saturday, 27 September 2025

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ বর্জনের ঘটনায় মুখ খুলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি বলেছেন, এই ঘটনাই প্রমাণ করে যে বিশ্বব্যাপী একঘরে হয়ে পড়েছে ইসরাইল।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দ্য টাইমস অব ইসরাইল প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

আয়াতুল্লাহ খামেনি বলেন, ‘আজ দুষ্ট জায়নিস্ট শাসনব্যবস্থাই পৃথিবীর সবচেয়ে ঘৃণিত ও নিঃসঙ্গ শাসনব্যবস্থা।’ তিনি আরও বলেন, নেতানিয়াহুর ভাষণের সময় বিশ্ব নেতাদের এই প্রতিক্রিয়া প্রমাণ করে, ইসরাইলের প্রতি বৈশ্বিক ঘৃণা কতটা গভীর।

জাতিসংঘের ওই অধিবেশনে নেতানিয়াহুর বক্তব্য শুরুর আগেই শতাধিক কূটনীতিক সভাকক্ষ ত্যাগ করেন। সেই সময়ের একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে খামেনি লিখেছেন, ‘শয়তান জায়নিস্ট রেজিম এখন পৃথিবীর সবচেয়ে ঘৃণিত ও বিচ্ছিন্ন শক্তি।’

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইসরাইলের সাম্প্রতিক হামলায় এখন পর্যন্ত গাজায় দুই লাখ ৩৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত, আহত বা নিখোঁজ হয়েছেন।

এছাড়া, ইসরাইলি সামরিক গোয়েন্দা বিভাগ থেকে ফাঁস হওয়া তথ্য বলছে, চলতি বছরের মে মাস পর্যন্ত গাজায় নিহতদের ৮০ শতাংশই ছিলেন সাধারণ মানুষ।

ইসরাইলের লাগাতার বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার প্রায় সব আবাসিক এলাকা, বিদ্যালয় ও হাসপাতাল। এই যুদ্ধের ফলে গাজার প্রায় পুরো জনসংখ্যা অন্তত একবার হলেও গৃহহীন হয়েছে।