10:34 pm, Saturday, 27 September 2025

খরচ কমছে হজের, প্যাকেজ ঘোষণা রোববার

খরচ কমছে হজের, প্যাকেজ ঘোষণা রোববার। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আগামীকাল রোববার (২৮ সেপ্টেম্বর) ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে সরকার। ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বিকাল ৫টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই প্যাকেজ প্রকাশ করবেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক এ তথ্য নিশ্চিত করেছেন।

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য এবার তিনটি প্যাকেজ ঘোষণা করা হবে। এর আগে চলতি বছরে সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ঘোষণা হয়েছিল। সাধারণ হজ প্যাকেজ-১ এর খরচ ছিল ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা, আর প্যাকেজ-২ এর খরচ ছিল ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় প্যাকেজের খরচ ছিল ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা।

বেসরকারি ব্যবস্থাপনার জন্য আগামী বছরও একটি প্যাকেজ নির্ধারণ করা হবে এবং হজ এজেন্সিগুলো এর চেয়ে কম খরচের প্যাকেজ দিতে পারবে না।

রোববার বিকালে সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এই কমিটির সভাপতি ধর্ম বিষয়ক উপদেষ্টা এবং মন্ত্রণালয় ও বিভাগের শীর্ষ কর্মকর্তারা সদস্য হিসেবে থাকবেন। বৈঠকে হজ প্যাকেজ অনুমোদিত হলে তা ঘোষণা করা হবে।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর ধর্ম ও বিমান ও পর্যটন উপদেষ্টাদের এক বৈঠকে আগামী হজের জন্য বিমান ভাড়া নির্ধারণ নিয়ে আলোচনা হয়। ধর্ম মন্ত্রণালয় এক হাজার ১০০ ডলার (প্রায় এক লাখ ৩৪ হাজার টাকা) বিমান ভাড়া চেয়েছিল, তবে বিমান মন্ত্রণালয় এক হাজার ২০০ ডলার ভাড়া ধার্য করার প্রস্তাব দেয়। বিষয়টি নিয়ে আলোচনা চলছে, ভাড়া কমানোর সম্ভাবনা রয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী আগামী হজের বিমান ভাড়া প্রায় এক লাখ ৫৫ থেকে এক লাখ ৬০ হাজার টাকার মধ্যে হতে পারে, যা চলতি বছরের চেয়ে ৮ থেকে ১০ হাজার টাকা কম।

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, “বিমান ভাড়া নিয়ে আলোচনা চলছে, শুল্ক ও সিভিল এভিয়েশন ফি কমানোর বিষয়টি আলোচনা চলমান। রোববার প্যাকেজ ঘোষণা করা হবে।”

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “আমরা বিমান ভাড়া চূড়ান্ত করার চেষ্টা করছি। একটি নির্ধারিত হয়েছে, তবে এখনই তা ঘোষণা করছি না।”

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

খরচ কমছে হজের, প্যাকেজ ঘোষণা রোববার

Update Time : 09:10:59 pm, Saturday, 27 September 2025

আগামীকাল রোববার (২৮ সেপ্টেম্বর) ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে সরকার। ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বিকাল ৫টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই প্যাকেজ প্রকাশ করবেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক এ তথ্য নিশ্চিত করেছেন।

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য এবার তিনটি প্যাকেজ ঘোষণা করা হবে। এর আগে চলতি বছরে সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ঘোষণা হয়েছিল। সাধারণ হজ প্যাকেজ-১ এর খরচ ছিল ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা, আর প্যাকেজ-২ এর খরচ ছিল ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় প্যাকেজের খরচ ছিল ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা।

বেসরকারি ব্যবস্থাপনার জন্য আগামী বছরও একটি প্যাকেজ নির্ধারণ করা হবে এবং হজ এজেন্সিগুলো এর চেয়ে কম খরচের প্যাকেজ দিতে পারবে না।

রোববার বিকালে সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এই কমিটির সভাপতি ধর্ম বিষয়ক উপদেষ্টা এবং মন্ত্রণালয় ও বিভাগের শীর্ষ কর্মকর্তারা সদস্য হিসেবে থাকবেন। বৈঠকে হজ প্যাকেজ অনুমোদিত হলে তা ঘোষণা করা হবে।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর ধর্ম ও বিমান ও পর্যটন উপদেষ্টাদের এক বৈঠকে আগামী হজের জন্য বিমান ভাড়া নির্ধারণ নিয়ে আলোচনা হয়। ধর্ম মন্ত্রণালয় এক হাজার ১০০ ডলার (প্রায় এক লাখ ৩৪ হাজার টাকা) বিমান ভাড়া চেয়েছিল, তবে বিমান মন্ত্রণালয় এক হাজার ২০০ ডলার ভাড়া ধার্য করার প্রস্তাব দেয়। বিষয়টি নিয়ে আলোচনা চলছে, ভাড়া কমানোর সম্ভাবনা রয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী আগামী হজের বিমান ভাড়া প্রায় এক লাখ ৫৫ থেকে এক লাখ ৬০ হাজার টাকার মধ্যে হতে পারে, যা চলতি বছরের চেয়ে ৮ থেকে ১০ হাজার টাকা কম।

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, “বিমান ভাড়া নিয়ে আলোচনা চলছে, শুল্ক ও সিভিল এভিয়েশন ফি কমানোর বিষয়টি আলোচনা চলমান। রোববার প্যাকেজ ঘোষণা করা হবে।”

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “আমরা বিমান ভাড়া চূড়ান্ত করার চেষ্টা করছি। একটি নির্ধারিত হয়েছে, তবে এখনই তা ঘোষণা করছি না।”