বাংলাদেশে প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আসছে। শিগগিরই গঠিত হতে যাচ্ছে নতুন দুটি বিভাগ—ফরিদপুর ও কুমিল্লা। পাশাপাশি, মুরাদনগর ও ফটিকছড়ি উপজেলাকে ভেঙে গঠিত হবে দুটি নতুন উপজেলা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে জাতীয় প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।
জাতিসংঘের সাধারণ অধিবেশন শেষে প্রধান উপদেষ্টা দেশে ফিরলেই নিকার বৈঠকের দিনক্ষণ চূড়ান্ত হবে বলে জানা গেছে। এর আগে, গত ৮ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদসচিব আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রি-নিকার বৈঠকে নতুন বিভাগ ও উপজেলা গঠনের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়।
নতুন বিভাগে কোন কোন জেলা থাকছে?
জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী, ফরিদপুর বিভাগে থাকবে ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর। আর কুমিল্লা বিভাগে অন্তর্ভুক্ত হতে পারে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী।
বর্তমানে বাংলাদেশে ৮টি প্রশাসনিক বিভাগ রয়েছে—ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ। সর্বশেষ ২০১৫ সালে গঠিত হয় ময়মনসিংহ বিভাগ।
নতুন দুটি উপজেলা কোথায় হবে?
কুমিল্লার মুরাদনগর উপজেলার ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত হবে ‘বাঙ্গরা উপজেলা’। বর্তমানে মুরাদনগরে ২২টি ইউনিয়ন রয়েছে। অন্যদিকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাকে ভাগ করে গঠিত হবে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে।
উল্লেখ্য, ২০২২ সালের ২৭ নভেম্বর নিকার বৈঠকে ফরিদপুর ও কুমিল্লা অঞ্চল নিয়ে ‘পদ্মা বিভাগ’ ও ‘মেঘনা বিভাগ’ গঠনের প্রস্তাব উত্থাপিত হলেও অর্থনৈতিক পরিস্থিতির কারণে তা স্থগিত রাখা হয়েছিল। এবার সেই পরিকল্পনাগুলো নতুনভাবে আলোচনায় এসেছে।
নতুন বিভাগ গঠনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক এক সচিব। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, “দুই ঘণ্টার নোটিশে ডিসিদের সঙ্গে ভিডিও কনফারেন্স হয়, তাহলে কেন এত বিভাগ দরকার?” তিনি আরও জানান, এতে আমলাতন্ত্র ও খরচ বাড়বে, জনগণের কোনো সরাসরি লাভ নেই।