9:52 pm, Friday, 26 September 2025

জামায়াত দেশের জন্য মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পরিকল্পনা করবে: মিয়া গোলাম পরওয়ার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দলের হাতে দেশের সেবা করার সুযোগ এলে বেকার সমস্যা সমাধান করে একটি সুখী, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার জন্য নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হবে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) খুলনার ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামের উদ্যোগে স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ডুমুরিয়ার মূল সমস্যা জলাবদ্ধতা। এর প্রধান কারণ হলো বিল ডাকাতিয়া। এটি নিয়ে মহাপরিকল্পনা করা হবে এবং ডুমুরিয়া হবে ব্যবসায়িক হাব।

গোলাম পরওয়ার আরও জানান, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পরিবর্তনে গ্রহণযোগ্য পরিকল্পনা করা হবে। শিক্ষার্থীরা পাশ করলে সঙ্গে সঙ্গে চাকরির ব্যবস্থা করা হবে এবং যাদেরকে চাকরি দেওয়া সম্ভব হবে না, তাদের বেকার ভাতা দেওয়া হবে। কারিগরি শিক্ষায় শিক্ষিত করে দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করারও উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, যে তরুণরা ফ্যাসিবাদকে বিদায় দিয়েছে, তারা আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব যোগ্য নেতাদের দিতে ভুল করবে না। ছাত্র-যুবকদের নেতৃত্বেই ভোট বিপ্লবের মাধ্যমে একটি নতুন মানবিক ও সাম্যের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

সমাবেশে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মুখতার হুসাইন। ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা আব্দুর রশীদ সমাবেশ পরিচালনা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।

এছাড়া বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদসহ বিভিন্ন জেলা ও উপজেলার নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা মহানগর ও জেলা নেতৃবৃন্দ, ছাত্রশিবির ও যুববিভাগের নেতা ও সাধারণ নেতারা।

Tag :

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

যারা সমালোচনা করেন, গোপনে তারা ধন্যবাদ জানান: নেতানিয়াহু

জামায়াত দেশের জন্য মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পরিকল্পনা করবে: মিয়া গোলাম পরওয়ার

Update Time : 07:27:16 pm, Friday, 26 September 2025

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দলের হাতে দেশের সেবা করার সুযোগ এলে বেকার সমস্যা সমাধান করে একটি সুখী, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার জন্য নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হবে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) খুলনার ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামের উদ্যোগে স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ডুমুরিয়ার মূল সমস্যা জলাবদ্ধতা। এর প্রধান কারণ হলো বিল ডাকাতিয়া। এটি নিয়ে মহাপরিকল্পনা করা হবে এবং ডুমুরিয়া হবে ব্যবসায়িক হাব।

গোলাম পরওয়ার আরও জানান, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পরিবর্তনে গ্রহণযোগ্য পরিকল্পনা করা হবে। শিক্ষার্থীরা পাশ করলে সঙ্গে সঙ্গে চাকরির ব্যবস্থা করা হবে এবং যাদেরকে চাকরি দেওয়া সম্ভব হবে না, তাদের বেকার ভাতা দেওয়া হবে। কারিগরি শিক্ষায় শিক্ষিত করে দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করারও উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, যে তরুণরা ফ্যাসিবাদকে বিদায় দিয়েছে, তারা আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব যোগ্য নেতাদের দিতে ভুল করবে না। ছাত্র-যুবকদের নেতৃত্বেই ভোট বিপ্লবের মাধ্যমে একটি নতুন মানবিক ও সাম্যের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

সমাবেশে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মুখতার হুসাইন। ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা আব্দুর রশীদ সমাবেশ পরিচালনা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।

এছাড়া বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদসহ বিভিন্ন জেলা ও উপজেলার নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা মহানগর ও জেলা নেতৃবৃন্দ, ছাত্রশিবির ও যুববিভাগের নেতা ও সাধারণ নেতারা।