ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন আজ। এ বক্তব্য গাজায় শোনানোর জন্য সেনাদের লাউড স্পিকার ব্যবহারের নির্দেশ দিয়েছেন তিনি। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) একাধিক হিব্রু ভাষার সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করে।
এ ঘটনার পর সমালোচনার ঝড় ওঠে ইসরায়েলে। বিশেষ করে সেনাদের মায়েরা অভিযোগ করেন, তাদের ছেলেদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে নেতানিয়াহু কেবল নিজের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে চাইছেন।
সমালোচনার মুখে নেতানিয়াহুর দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়, সীমান্ত থেকে লাউড স্পিকারের মাধ্যমে গাজার মানুষকে প্রধানমন্ত্রী’র বক্তব্য শোনানোর নির্দেশ দেওয়া হয়েছে।
তবে এর আগে হিব্রু গণমাধ্যমগুলো জানিয়েছিল, সেনারা সরাসরি গাজায় প্রবেশ করে লাউড স্পিকার স্থাপনের প্রস্তুতি নিচ্ছিল। সমালোচনার পর সিদ্ধান্তে পরিবর্তন এসেছে কি না, সেটি এখনও পরিষ্কার নয়। সূত্র: টাইমস অব ইসরায়েল