ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং ইউরোপীয় শক্তিগুলোর আসন্ন নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদে পুনরায় জোর দিয়ে বলেছেন, তার দেশ কখনোই পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে না।
জাতিসংঘে পেজেশকিয়ান বলেন, “আমি এই পরিষদের সামনে দাঁড়িয়ে আবারো ঘোষণা করছি যে, ইরান কখনোই পরমাণু বোমা তৈরির চেষ্টা করেনি এবং ভবিষ্যতেও করব না।”
সংবাদ সংস্থা এএফপির মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়েছে।



















