3:54 am, Friday, 31 October 2025

স্লোভেনিয়া নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করল

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে স্লোভেনিয়া। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দেশটির সরকার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

এর আগে গত জুলাইয়ে উগ্রপন্থি দুই ইসরায়েলি মন্ত্রী বেজালেল স্মোরিচ এবং ইতামার বেন গিভিরের ওপরও একই নিষেধাজ্ঞা আরোপ করেছিল স্লোভেনিয়া।

স্লোভেনিয়া, যা ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ, গত বছর ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। আগের আগস্টে দেশটি দখলদার ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছিল এবং ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ বসতিতে উৎপাদিত পণ্যও প্রবেশে নিষিদ্ধ করেছিল।

যুদ্ধাপরাধের অভিযোগে গত বছর নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এই আদালতের সদস্য দেশগুলো নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে বাধ্য। ফলে বিশ্বের অনেক দেশে নেতানিয়াহু যেতে পারছেন না।

এদিকে, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গেছেন। তিনি ফ্রান্সের আকাশসীমা ব্যবহার করে যাত্রা করেছেন, যা আইসিসির সদস্য। ইতালি ও গ্রিসও আইসিসি সদস্য হলেও তারা নেতানিয়াহুর বিমানকে নামায়নি।

নেতানিয়াহু ছাড়া ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োহাভ গ্যালান্টের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে আইসিসি। যদিও এ পর্যন্ত তাদের কেউ গ্রেপ্তার হননি। উল্টো, নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা জারির কারণে আইসিসির প্রধান কনসুলি করিম খানের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এখন পুরো আইসিসির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার সম্ভাবনা বিবেচনা করছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Tag :

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

Popular Post

স্লোভেনিয়া নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করল

Update Time : 07:38:31 pm, Thursday, 25 September 2025

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে স্লোভেনিয়া। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দেশটির সরকার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

এর আগে গত জুলাইয়ে উগ্রপন্থি দুই ইসরায়েলি মন্ত্রী বেজালেল স্মোরিচ এবং ইতামার বেন গিভিরের ওপরও একই নিষেধাজ্ঞা আরোপ করেছিল স্লোভেনিয়া।

স্লোভেনিয়া, যা ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ, গত বছর ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। আগের আগস্টে দেশটি দখলদার ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছিল এবং ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ বসতিতে উৎপাদিত পণ্যও প্রবেশে নিষিদ্ধ করেছিল।

যুদ্ধাপরাধের অভিযোগে গত বছর নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এই আদালতের সদস্য দেশগুলো নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে বাধ্য। ফলে বিশ্বের অনেক দেশে নেতানিয়াহু যেতে পারছেন না।

এদিকে, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গেছেন। তিনি ফ্রান্সের আকাশসীমা ব্যবহার করে যাত্রা করেছেন, যা আইসিসির সদস্য। ইতালি ও গ্রিসও আইসিসি সদস্য হলেও তারা নেতানিয়াহুর বিমানকে নামায়নি।

নেতানিয়াহু ছাড়া ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োহাভ গ্যালান্টের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে আইসিসি। যদিও এ পর্যন্ত তাদের কেউ গ্রেপ্তার হননি। উল্টো, নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা জারির কারণে আইসিসির প্রধান কনসুলি করিম খানের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এখন পুরো আইসিসির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার সম্ভাবনা বিবেচনা করছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল