সীমিত পরিসরে আগামী নভেম্বর থেকে চার মাসের জন্য পর্যটকদের জন্য সেন্টমার্টিন দ্বীপ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সচিব বলেন, সেন্টমার্টিন খুলতে আগে নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণ বিষয়গুলো নিশ্চিত করতে হবে, যেহেতু এটি একটি ইউএন হেরিটেজ সাইট। পর্যটকরা দিনে সর্বাধিক ২ হাজার সংখ্যায় দ্বীপে যেতে পারবে। প্রথম দুই মাস দিনের ট্যুর, পরবর্তী দুই মাস রাতযাপনসহ পর্যটন সম্ভব হবে।
পর্যটক ব্যবস্থাপনার জন্য মন্ত্রণালয় একটি সফটওয়্যার তৈরি করেছে, যা জাহাজ শিল্পের সঙ্গে ইন্টিগ্রেটেড। এছাড়া পর্যটক আচরণ বিধি তৈরি করা হয়েছে, যাতে সবাই পরিবেশ সুরক্ষার নিয়ম মানে। প্রবাল সংরক্ষণ ও প্লাস্টিক ব্যবহারের নিয়ন্ত্রণ সাপেক্ষে ধাপে ধাপে পর্যটকদের জন্য সময় বৃদ্ধি করা হবে।
বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, এই আচরণ বিধি শুধু সেন্টমার্টিনের জন্য নয়, দেশের সব পর্যটন স্থানের জন্য প্রযোজ্য। পর্যটনকে পারিবারিক, সাশ্রয়ী, নিরাপদ ও আনন্দময় করতে কাজ চলছে।
সচিব নাসরীন জাহান আরও জানান, বিদেশি পর্যটকদের জন্য ভিসা জটিলতা নেই, তবে লজিস্টিক ও নিরাপত্তা বিষয়টি সামগ্রিকভাবে নিশ্চিত করতে হবে। ২০২৪ সালে ইমিগ্রেশন ডেটা অনুযায়ী, দেশে এসেছে প্রায় ৬ লাখ ২৫ হাজার পর্যটক, যার মধ্যে মেডিকেল ট্যুরিজম ও বৌদ্ধ পর্যটনসহ অন্যান্য খাত অন্তর্ভুক্ত।
পর্যটন বোর্ড ও পরিসংখ্যান বোর্ডের উদ্যোগে একটি ট্যুরিজম ডেটার স্যাটালাইট চালু হবে, যা সঠিক পরিসংখ্যান প্রদান করবে।



















