3:58 am, Friday, 31 October 2025

তেল আবিবে গাড়িতে বিস্ফোরণ, একজন আহত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ইসরাইলের রাজধানী তেল আবিবে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন আহত হয়েছেন। খবর জানিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহের, স্থানীয় সময়।

ইসরাইলি চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণে কয়েকজন আহত হয়েছেন। এসময় ইসরাইলি সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে সেনা মোতায়েন করেছে।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, তেল আবিবের দক্ষিণাঞ্চলের লা গুয়ার্দিয়া স্ট্রিটের ইয়াদ এলিয়াহু এলাকায় একটি প্রধান সড়কে গাড়ি বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে ৪৬ বছর বয়সি এক ব্যক্তি আহত হন। চিকিৎসকরা তাকে সচেতন অবস্থায় পেয়ে আঘাত হালকা বলে জানিয়েছে।

মাগেন ডেভিড অ্যাডম-এর বরাতে জানা গেছে, আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য ইখিলোভ হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশের তত্ত্বাবধানে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনা এবং তল্লাশি কার্যক্রম চালাচ্ছেন।

এখন পর্যন্ত বিস্ফোরণের প্রকৃতি ও কারণ স্পষ্ট নয়। তদন্ত চলছে।

Tag :

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

Popular Post

তেল আবিবে গাড়িতে বিস্ফোরণ, একজন আহত

Update Time : 06:42:57 pm, Thursday, 25 September 2025

ইসরাইলের রাজধানী তেল আবিবে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন আহত হয়েছেন। খবর জানিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহের, স্থানীয় সময়।

ইসরাইলি চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণে কয়েকজন আহত হয়েছেন। এসময় ইসরাইলি সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে সেনা মোতায়েন করেছে।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, তেল আবিবের দক্ষিণাঞ্চলের লা গুয়ার্দিয়া স্ট্রিটের ইয়াদ এলিয়াহু এলাকায় একটি প্রধান সড়কে গাড়ি বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে ৪৬ বছর বয়সি এক ব্যক্তি আহত হন। চিকিৎসকরা তাকে সচেতন অবস্থায় পেয়ে আঘাত হালকা বলে জানিয়েছে।

মাগেন ডেভিড অ্যাডম-এর বরাতে জানা গেছে, আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য ইখিলোভ হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশের তত্ত্বাবধানে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনা এবং তল্লাশি কার্যক্রম চালাচ্ছেন।

এখন পর্যন্ত বিস্ফোরণের প্রকৃতি ও কারণ স্পষ্ট নয়। তদন্ত চলছে।