3:58 am, Friday, 31 October 2025

ইরান প্রকাশ করলো ইসরায়েলি পারমাণবিক নথি ও বিশেষজ্ঞদের তথ্য

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, তারা সম্প্রতি ইসরাইলি পারমাণবিক স্থাপনা এবং বিজ্ঞানীদের সঙ্গে সম্পর্কিত কৌশলগত ও সংবেদনশীল নথি সংগ্রহ করেছে। বুধবার রাতে জাতীয় টেলিভিশনে প্রচারিত এক অনুষ্ঠানে এসব তথ্য ও নথি প্রকাশ করা হয়।

মেহর নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত জুন মাসে গোপন অভিযানের মাধ্যমে বিপুল পরিমাণ নথি, ছবি ও ভিডিও সংগ্রহ করে দেশে আনা হয়। বিপুল সংখ্যক নথি নিরাপদে পরিবহন নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রকাশ করা হয়নি।

জাতীয় টিভির প্রতিবেদনে জানানো হয়, নথিগুলো সতর্কতার সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করেছে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিব বলেন, “যে বিপুল পরিমাণ নথি দেশে আনা হয়েছে, তা কেবল এক অংশ। এতে জায়নিস্ট শাসনব্যবস্থার পূর্ববর্তী ও চলমান পারমাণবিক প্রকল্প, পুরনো অস্ত্র সংস্কার, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে যৌথ প্রকল্পের তথ্য, প্রশাসনিক কাঠামো ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত রয়েছে।”

তিনি আরও জানান, এসব নথিতে পারমাণবিক ও সামরিক প্রকল্পে জড়িত ১৮৯ জন ইসরাইলি বিশেষজ্ঞের নাম চিহ্নিত করা হয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিজ্ঞানীদের নাম, তাদের কোম্পানি, গবেষণা কেন্দ্র ও সহযোগীদের তথ্য রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জুন মাসের ১২ দিনের যুদ্ধে ইরানি ক্ষেপণাস্ত্র ইউনিট এসব সংবেদনশীল সামরিক স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল। টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে ইসরাইলি পারমাণবিক স্থাপনা, সামরিক বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা (আইইএ) প্রধান রাফায়েল গ্রোসি সম্পর্কিত দৃশ্যও দেখানো হয়েছে।

গোয়েন্দামন্ত্রী খাতিব দাবি করেন, “ইসরায়েলের ভেতর থেকেও বহু ব্যক্তি অর্থের লোভ ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ থেকে ইরানের সঙ্গে সহযোগিতা করেছেন। ১২ দিনের যুদ্ধে পরাজয়ের পর বহু অজ্ঞাত সৈনিক জায়নিস্ট শাসনের প্রতিরক্ষা স্তরে প্রবেশ করেছে।”

Tag :

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

Popular Post

ইরান প্রকাশ করলো ইসরায়েলি পারমাণবিক নথি ও বিশেষজ্ঞদের তথ্য

Update Time : 06:38:49 pm, Thursday, 25 September 2025

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, তারা সম্প্রতি ইসরাইলি পারমাণবিক স্থাপনা এবং বিজ্ঞানীদের সঙ্গে সম্পর্কিত কৌশলগত ও সংবেদনশীল নথি সংগ্রহ করেছে। বুধবার রাতে জাতীয় টেলিভিশনে প্রচারিত এক অনুষ্ঠানে এসব তথ্য ও নথি প্রকাশ করা হয়।

মেহর নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত জুন মাসে গোপন অভিযানের মাধ্যমে বিপুল পরিমাণ নথি, ছবি ও ভিডিও সংগ্রহ করে দেশে আনা হয়। বিপুল সংখ্যক নথি নিরাপদে পরিবহন নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রকাশ করা হয়নি।

জাতীয় টিভির প্রতিবেদনে জানানো হয়, নথিগুলো সতর্কতার সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করেছে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিব বলেন, “যে বিপুল পরিমাণ নথি দেশে আনা হয়েছে, তা কেবল এক অংশ। এতে জায়নিস্ট শাসনব্যবস্থার পূর্ববর্তী ও চলমান পারমাণবিক প্রকল্প, পুরনো অস্ত্র সংস্কার, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে যৌথ প্রকল্পের তথ্য, প্রশাসনিক কাঠামো ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত রয়েছে।”

তিনি আরও জানান, এসব নথিতে পারমাণবিক ও সামরিক প্রকল্পে জড়িত ১৮৯ জন ইসরাইলি বিশেষজ্ঞের নাম চিহ্নিত করা হয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিজ্ঞানীদের নাম, তাদের কোম্পানি, গবেষণা কেন্দ্র ও সহযোগীদের তথ্য রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জুন মাসের ১২ দিনের যুদ্ধে ইরানি ক্ষেপণাস্ত্র ইউনিট এসব সংবেদনশীল সামরিক স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল। টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে ইসরাইলি পারমাণবিক স্থাপনা, সামরিক বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা (আইইএ) প্রধান রাফায়েল গ্রোসি সম্পর্কিত দৃশ্যও দেখানো হয়েছে।

গোয়েন্দামন্ত্রী খাতিব দাবি করেন, “ইসরায়েলের ভেতর থেকেও বহু ব্যক্তি অর্থের লোভ ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ থেকে ইরানের সঙ্গে সহযোগিতা করেছেন। ১২ দিনের যুদ্ধে পরাজয়ের পর বহু অজ্ঞাত সৈনিক জায়নিস্ট শাসনের প্রতিরক্ষা স্তরে প্রবেশ করেছে।”