3:58 am, Friday, 31 October 2025

ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে: মির্জা ফখরুল

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছেন। তবে শত্রুরা দেশকে অস্থিতিশীল করতে চাইছে, যা প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা দৈনিক ঠিকানা-তে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সঙ্গে কথোপকথনে মির্জা ফখরুল বলেন, মানুষের মাঝে যে অবিশ্বাস তৈরি হয়েছে, সেটি দূর করে বিশ্বাস ফিরিয়ে আনা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি জানান, ড. মুহাম্মদ ইউনূসও নির্বাচনের পক্ষে এবং বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বৈঠকে তিনি দৃঢ় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ফখরুলের মতে, অন্যান্য রাজনৈতিক দলও জানে যে নির্বাচন খুব শিগগিরই অনুষ্ঠিত হবে।

বিএনপি মহাসচিব আরও বলেন, “প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনী নির্বাচনকালীন সময়ে সচেতন থাকলেও বাংলাদেশের সমস্যার সহজ সমাধান নেই। শত্রুরা দেশকে অস্থিতিশীল রাখতে চাইছে। এতে দেশের স্থিতিশীলতা নিয়ে আস্থা কমছে।” তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, “মব ভায়োলেন্স, বাড়িঘর ধ্বংস ও কারখানা জ্বালানোর মতো ঘটনা আগে এত পরিকল্পিতভাবে ঘটেনি।”

এনসিপি ও জামায়াত প্রসঙ্গে ফখরুল বলেন, রাজনৈতিক দলে সবসময় বার্গেইন বা দরকষাকষি থাকে, যা অপরাধ নয় বরং রাজনৈতিক বাস্তবতা। তিনি যোগ করেন, “আজকে তারা যে আবদার করছে, তা আলোচনার মাধ্যমে মীমাংসা করা কঠিন নয়। ইতোমধ্যেই বেশ কিছু অগ্রগতি হয়েছে এবং আলোচনার সুযোগও তৈরি হয়েছে।”

Tag :

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

Popular Post

ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে: মির্জা ফখরুল

Update Time : 06:29:45 pm, Thursday, 25 September 2025

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছেন। তবে শত্রুরা দেশকে অস্থিতিশীল করতে চাইছে, যা প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা দৈনিক ঠিকানা-তে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সঙ্গে কথোপকথনে মির্জা ফখরুল বলেন, মানুষের মাঝে যে অবিশ্বাস তৈরি হয়েছে, সেটি দূর করে বিশ্বাস ফিরিয়ে আনা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি জানান, ড. মুহাম্মদ ইউনূসও নির্বাচনের পক্ষে এবং বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বৈঠকে তিনি দৃঢ় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ফখরুলের মতে, অন্যান্য রাজনৈতিক দলও জানে যে নির্বাচন খুব শিগগিরই অনুষ্ঠিত হবে।

বিএনপি মহাসচিব আরও বলেন, “প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনী নির্বাচনকালীন সময়ে সচেতন থাকলেও বাংলাদেশের সমস্যার সহজ সমাধান নেই। শত্রুরা দেশকে অস্থিতিশীল রাখতে চাইছে। এতে দেশের স্থিতিশীলতা নিয়ে আস্থা কমছে।” তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, “মব ভায়োলেন্স, বাড়িঘর ধ্বংস ও কারখানা জ্বালানোর মতো ঘটনা আগে এত পরিকল্পিতভাবে ঘটেনি।”

এনসিপি ও জামায়াত প্রসঙ্গে ফখরুল বলেন, রাজনৈতিক দলে সবসময় বার্গেইন বা দরকষাকষি থাকে, যা অপরাধ নয় বরং রাজনৈতিক বাস্তবতা। তিনি যোগ করেন, “আজকে তারা যে আবদার করছে, তা আলোচনার মাধ্যমে মীমাংসা করা কঠিন নয়। ইতোমধ্যেই বেশ কিছু অগ্রগতি হয়েছে এবং আলোচনার সুযোগও তৈরি হয়েছে।”