পিআর বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ভোট ব্যবস্থা চালু করলে শেখ হাসিনার মতো আরেকটি ফ্যাসিস্ট বা দুর্বল সরকার তৈরি হতে পারে এবং দেশ স্থায়ীভাবে অনিরাপদ ও অস্থিতিশীল হয়ে পড়বে—এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। প্রশংসিত ও শক্তিশালী মেজরিটি রাজনৈতিক দলকে ক্ষমতায় আসতে বাধা দিতে, কম জনপ্রিয় দলগুলোর কাছে পিআর সুবিধাজনক হবে—এমন বক্তব্য তুলে বলেন সালাহউদ্দিন। তিনি উল্লেখ করেন, পিআর চাওয়ার মূল উদ্দেশ্য দুইটি: বেশি আসন পাওয়া এবং দেশে অনৈক্য ও অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে মেজরিটি পার্টিকে ক্ষমতায় পৌঁছতে বাধা দেওয়া।
সালাহউদ্দিন বলেন, সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ আছে কোন পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হবে—প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন। তিনি জামায়াত বা অন্যদের উদ্দেশ্যে বলেন, সংবিধান খুলে দেখে নিন। কোনো রাজনৈতিক দলের অসাংবিধানিক বা অবৈধ দাবি মেনে জাতিকে বিপদে ফেলব না। বর্তমান সরকার সাংবিধানিক সরকার, তাই সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখে আইনানুগভাবে দেশ পরিচালিত হবে—জোর দিয়ে বলেন তিনি।










