10:26 am, Friday, 18 October 2024

আমার দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক হলেন মাহমুদুর রহমান

  • Zuel Rana
  • Update Time : 11:49:38 am, Wednesday, 9 October 2024
  • 38
Monzu-Info-Tech
Monzu-Info-Tech
আমার দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক হলেন মাহমুদুর রহমান

দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর অবশেষে দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক হলেন বর্ষীয়ান সাংবাদিক ড. মাহমুদুর রহমান। এত দিন তিনি পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। এর আগে পত্রিকাটির প্রকাশক ছিলেন হাসমত আলী। তিনি সম্মতি দিলেও প্রকাশক পাল্টানোর আবেদন এত বছর গ্রহণ করা হয়নি।

মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে প্রকাশক হিসেবে ডিক্লেয়ারেশনে স্বাক্ষর করেন মাহমুদুর রহমান। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি এবং দৈনিক আমার দেশ পত্রিকার নগর সম্পাদক মুহাম্মদ আবদুল্লাহ এই তথ্য জানিয়েছেন। তিনি অভিযোগ করে বলেন, যথাযথ প্রক্রিয়ায় আবেদন করার পরও বিগত সময় আওয়ামী সরকার আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক পরিবর্তন করেনি।

গত ২৭ সেপ্টেম্বর দেশে ফেরেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। প্রায় সাড়ে পাঁচ বছর প্রবাসে নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরেন তিনি। আওয়ামী লীগের শাসনামলে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারা দেশে ১২৪টির বেশি মামলা হয়। একটি মামলায় মাহমুদুর রহমান ও তার স্ত্রীকে সাত বছর কারাদণ্ড দেন আদালত। মামলায় তাকে কারা নির্যাতনও ভোগ করতে হয়।

বিডি/জেডআর

 

 

Write Your Comment

About Author Information

Zuel Rana

আমার দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক হলেন মাহমুদুর রহমান

Update Time : 11:49:38 am, Wednesday, 9 October 2024
আমার দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক হলেন মাহমুদুর রহমান

দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর অবশেষে দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক হলেন বর্ষীয়ান সাংবাদিক ড. মাহমুদুর রহমান। এত দিন তিনি পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। এর আগে পত্রিকাটির প্রকাশক ছিলেন হাসমত আলী। তিনি সম্মতি দিলেও প্রকাশক পাল্টানোর আবেদন এত বছর গ্রহণ করা হয়নি।

মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে প্রকাশক হিসেবে ডিক্লেয়ারেশনে স্বাক্ষর করেন মাহমুদুর রহমান। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি এবং দৈনিক আমার দেশ পত্রিকার নগর সম্পাদক মুহাম্মদ আবদুল্লাহ এই তথ্য জানিয়েছেন। তিনি অভিযোগ করে বলেন, যথাযথ প্রক্রিয়ায় আবেদন করার পরও বিগত সময় আওয়ামী সরকার আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক পরিবর্তন করেনি।

গত ২৭ সেপ্টেম্বর দেশে ফেরেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। প্রায় সাড়ে পাঁচ বছর প্রবাসে নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরেন তিনি। আওয়ামী লীগের শাসনামলে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারা দেশে ১২৪টির বেশি মামলা হয়। একটি মামলায় মাহমুদুর রহমান ও তার স্ত্রীকে সাত বছর কারাদণ্ড দেন আদালত। মামলায় তাকে কারা নির্যাতনও ভোগ করতে হয়।

বিডি/জেডআর