‘কাজটা তুমি একদম ভালো করোনি’, বললেন হোমায়রা হিমুর শোকস্তব্ধ সহকর্মীরা
- Update Time : ১০:১৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
- / ৯১১ Time View
আজ সন্ধ্যায় হঠাৎই জানা যায় অভিনেত্রী হোমায়রা হিমুর মৃত্যুর খবর। তাঁর আকস্মিক মৃত্যুতে স্তব্ধ বিনোদন অঙ্গনের তারকারা। সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মীকে হারানোর বেদনা প্রকাশ করেছেন অনেকেই।
অভিনেত্রী হোমায়রা হিমুর রহস্যজনক মৃত্যু
হোমায়রা হিমুর সাদা–কালো একটি ছবি দিয়ে মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘কিছু বলার ভাষা নেই।’ মাত্র দুই ঘণ্টার মধ্যেই তাঁর এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন ৩৫ হাজার অনুসারী।
নির্মাতা চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘প্রিয় হোমায়রা হিমু, যদিও তোমার সঙ্গে অনেক দিন কথা হয়নি, তা–ও এক বছর হলো। কিন্তু কাজটা তুমি একদম ভালো করোনি। ভীষণ রাগ হচ্ছে। যত যা–ই হোক, জীবন একটাই আর জীবন সুন্দর। বেঁচে থাকাটা অনেক আনন্দের। আসলেই তুমি একটা অন্যায় কাজ করেছ নিজের ওপর। একা একা চলে গেলে?’

আফসোস করে তিনি আরও লিখেছেন, ‘তোমার আশপাশের মানুষ একদম ভালো ছিল না। তোমাকে বকাও দিয়েছিলাম। আজ মনে হচ্ছে, বকাটা কন্টিনিউ করতাম যদি। এটা কেন করলে?’
অভিনেত্রী জাহারা মিতু লিখেছেন, ‘একটু আগে শুনলাম অভিনেত্রী হোমায়রা হিমু মারা গিয়েছেন। তাঁর সঙ্গে পরিচিত আমি। একই দিনে দুজন (হোমায়রা হিমু ও চিত্রগ্রাহক এ আর আজিজ) মানুষের পরলোক গমনের খবরে মানসিক এক যন্ত্রণা হচ্ছে। মৃত্যু পরম সত্য, যে সত্য মেনে নেওয়া কষ্টের, অনেক কষ্টের।’
এ ছাড়া শোক প্রকাশ করেছেন অভিনেত্রী শানু, মনিরা মিঠুসহ তাঁর অনেক সহকর্মী। হোমারয়া হিমু অভিনীত বিভিন্ন নাটক, সিনেমা নিয়ে ভালো লাগার কথা জানিয়েছেন তাঁর ভক্ত-অনুসারীরা।